পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন, যাঁরা সবাই বিদেশি নাগরিক। গতকাল রোববার রাতে এই বিস্ফোরণে আরও ১৭ জন আহত হয়েছেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া উল হাসান লাঞ্জার জানিয়েছেন, হামলায় সম্ভবত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহৃত হয়েছে।
জিও নিউজের বিভিন্ন সূত্র জানিয়েছে, করাচির করিমাবাদসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। টেলিভিশন ফুটেজে ঘটনাস্থলে ধোঁয়া এবং আগুনের শিখা দেখা যাচ্ছে। আহতদের জরুরি চিকিৎসার জন্য জিন্নাহ হাসপাতালে পাঠানো হয়েছে।
মালির এলাকার পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট (এসএসপি) একটি বিবৃতিতে বলেছেন, বিমানবন্দরের ট্রাফিক সংকেতের কাছে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, একটি তেলের ট্যাংকার বিস্ফোরিত হওয়ায় ঘটনাস্থলে অন্যান্য গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এসএসপির কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন এবং বলেছেন, “আমাদের সত্যতা যাচাই করতে হবে।” তিনি আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন এবং বিমানবন্দর এলাকার রাস্তাগুলো বন্ধ না করার নির্দেশনা দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া উল হাসান লাঞ্জার জানিয়েছেন, বিস্ফোরণের তদন্ত শুরু হয়েছে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।