আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত গাজী টায়ারে উদ্ধারকাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। এ সময় পুলিশের ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল কারখানা পরিদর্শন করেন।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছিলেন ঢাকা ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল রেজাউল করিম।এদিকে মঙ্গলবার সকাল থেকেই নিখোঁজদের স্বজনরা কারখানার ভেতরে ও বাইরে এসে ভিড় জমাতে থাকে। উদ্ধারকাজ শুরু না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। স্বজনদের দাবি অনুসারে, সেখানে এখন পর্যন্ত ১৭৬ জন নিখোঁজ হয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটিতে দীর্ঘসময় ধরে আগুন জ্বলার কারণে ভবনটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া ভবনের আগুন নিভে গেলেও ভেতরে ধোঁয়া ও তাপের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনে প্রবেশ করতে পারছেন না। তবে তারা পানি নিয়ে তাপ ও ধোঁয়া কমিয়ে আনার চেষ্টা করছেন। তাপ ও ধোঁয়া কমে গেলে উদ্ধার অভিযান শুরু হবে।