দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৪:২৬

চক্র’ আসছে ১০ই অক্টোবর।”

১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ জন সদস্য আত্মহত্যা করেন, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে। সেই ঘটনাটি থেকে অনুপ্রাণিত হয়ে ভিকি জাহেদ তৈরি করেছেন ওয়েব ফিল্ম ‘চক্র’। এই সিরিজটি ১০ই অক্টোবর মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। মুক্তির আগে সিরিজটি নিয়ে বিভিন্ন রহস্যময় গল্প শোনাতে গতকাল দুপুরে নির্মাতা এবং অভিনয়শিল্পীরা চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় সংবাদ সম্মেলনে হাজির ছিলেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, সিরিজের স্পন্সর ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান, নির্মাতা ভিকি জাহেদ এবং প্রধান দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও ফারিণ।

 

ভিকি জাহেদ জানান, ‘চক্র’ সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত, যদিও এটি হুবুহু সেই ঘটনার চিত্রায়ণ নয়। ২০০৭/২০০৮ সালেই তিনি ময়মনসিংহের সেই ঘটনার কথা শুনেছিলেন, যেখানে একই পরিবারের ৯ জন আত্মহত্যা করেছিলেন। সেই ঘটনাটি তাকে খুবই প্রভাবিত করে এবং তখন থেকেই তিনি ভাবেন, এটি নিয়ে একদিন কিছু করবেন। পরে নির্মাণকে পেশা হিসেবে গ্রহণ করার পর, সেই ভাবনারই প্রতিফলন ঘটে ‘চক্র’-তে। তবে এখানে মূল ঘটনাটি থেকে অনুপ্রাণিত হয়ে একটি কাল্পনিক গল্প বলা হয়েছে।

 

ভিকি আরও বলেন, ‘চক্র’র শুটিং প্রায় আড়াই বছর আগে শুরু হলেও নানা রহস্যময় বাধার সম্মুখীন হতে হয়েছে তাদের। শুটিং মাঝে মধ্যেই থেমে গিয়েছে, একটানা কাজ করা সম্ভব হয়নি। এমনকি প্রিয়জনদের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাও এই প্রকল্পে বাঁধা সৃষ্টি করেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট