বিতর্ক ভুলে কাজে ফিরতে শুরু করেছিলেন রিয়া চক্রবর্তী, তবে ফের বিপাকে পড়েছেন তিনি। দিল্লি পুলিশের তরফে জালিয়াতির অভিযোগে তাকে নোটিশ পাঠানো হয়েছে। একটি অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা মোট ৫০০ কোটি টাকা হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। যদিও রিয়া সম্প্রতি ব্যক্তিগত জীবনের বিতর্ক কাটিয়ে উঠেছেন, কিন্তু তিনি সমাজমাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছেন এবং তার অসংখ্য অনুরাগী রয়েছে।
এটি উল্লেখযোগ্য যে রিয়া ওই অ্যাপের মুখ ছিলেন এবং তার প্রচারে অংশ নিয়েছিলেন। অর্থ বিনিয়োগ সংক্রান্ত এই অ্যাপের কারণে অনেক ব্যবহারকারী বিপুল পরিমাণ অর্থ হারিয়েছেন, যার ফলস্বরূপ দিল্লি পুলিশ তাকে তলব করেছে। একই কারণে কৌতুকশিল্পী ভারতী সিং এবং নেটপ্রভাবী এলভিশ যাদবকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাজারে আসা এই অ্যাপটি বিভিন্ন তারকার প্রচারের মুখোমুখি হয়েছিল।