দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৪৮

আব্বাস আফ্রিদির তোপে হার দিয়ে সিরিজ শুরু হৃদয়দের

বাংলাদেশ বনাম পাকিস্তান
জয়ের জন্য বড় রানের স্কোর সংগ্রহ করতে হতো বাংলাদেশ ‘এ’ দলকে। তা করতে ব্যর্থ হওয়ায় বড় ব্যবধানের পরাজয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে জাতীয় দলের আদলে গড়া বাংলাদেশ ‘এ’ দল।

পাকিস্তান শাহিনসের কাছে আজ ৮ উইকেটের বড় পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ইসলামাবাদে ১৮৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে হাসিবউল্লাহ ও উসমান খানের ফিফটিতে ২৭.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান শাহিনস।

শুরুটা অবশ্য ভালো ছিল না তাদের। দলীয় ১৩ রানে আবদুল ফাসিহ ব্যক্তিগত ১ রান করে আউট হন। পাকিস্তানি ওপেনারকে ফেরান শেখ মেহেদী হাসান। 

তবে এর পরের গল্পটা বাংলাদেশের জন্য হতাশার।

দ্বিতীয় উইকেটে ১২৯ রানে জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন হাসিবউল্লাহ ও উসমান। ৮৭ রান করে উসমান ফিরলেও জয় নিয়ে মাঠ ছেড়েছেন আরেক ফিফটি করা ব্যাটার হাসিবউল্লাহ। ৭৩ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন পাকিস্তানি ওপেনার। তার বিপরীতে ১৪ রানে অপরাজিত থাকেন ওমাইর বিন ইউসুফ।
 

তবে পাকিস্তান শাহিনসের জয়ের কাজটা অর্ধেক সেরে রেখেছেন বোলাররা। বিশেষ করে আব্বাস আফ্রিদি। ৫ উইকেট নিয়ে একাই বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন এই পেসার। দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ (৬) ও সৌম্য সরকারকে (৯) ফেরানোর পর আউট করেন বাংলাদেশের সর্বোচ্চ রান করা সাইফ হাসানকেও। পরে ৩৮ রানে ৫ উইকেট নেওয়াটা পূর্ণ করেন শেখ মেহেদী ও তানজিম হাসান সাকিবকে আউট করে।

 

তৃতীয় উইকেটে অধিনায়ক তাওহীদ হৃদয়ের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা কিছুটা সামলিয়ে নিয়েছিলেন ৫৮ রানের ইনিংস খেলা সাইফ। তবে তার আউটের পর নিয়মিত উইকেট হারালে ১৮৩ রানে অলআউট হয় বাংলাদেশ। মাঝে ৪০ রানের ইনিংস খেলে দলকে ২০০ রানের স্বপ্ন দেখাচ্ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বিধ্বংসী বোলিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন আব্বাস। আগামী বুধবার ইসলামাবাদেই দ্বিতীয় ওয়ানডে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট