দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:৫৫

রিয়েল ইন্ডিকেটরের মাধ্যমে এখন থেকে পারফরম্যান্স মূল্যায়ন করা হবে: বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

মুহাম্মদ ফাওজুল কবির খান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্তুতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “দুর্নীতির দুষ্টচক্র থেকে মুক্ত হতে হবে। এখন থেকে পারফরম্যান্স মূল্যায়নের জন্য রিয়েল ইন্ডিকেটর ব্যবহার করা হবে। পরিসংখ্যানের উপর নির্ভর না করে গ্রাহক সেবা ও সন্তুষ্টির ভিত্তিতে মূল্যায়ন করা হবে।”

রবিবার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমাদের চিন্তাভাবনার পরিবর্তন আনতে হবে এবং নতুন প্রজন্মের আইডিয়া নিয়ে কাজ করতে হবে।”

মহান মুক্তিযুদ্ধে শহীদদের এবং ছাত্র আন্দোলনে সহিংসতায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা বলেন, “উন্নয়নের গল্প যদি সত্যি হতো, তবে কি মানুষ রাস্তায় নামতো? বাইরের মানুষ আমাদের নিয়ে কী ভাবে, তা বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। অতিরিক্ত ব্যয় কমিয়ে মিতব্যয়ী নীতি গ্রহণ করতে হবে, কিন্তু কাজের পরিমাণ কমানো যাবে না। কম খরচে বেশি কাজ করতে হবে এবং ভ্যালু ফর মানি নিশ্চিত করতে হবে।”

এ সময় তিনি টেন্ডারিং প্রক্রিয়ায় উন্মুক্ত পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনাও দেন। মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ