দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ১২:০৩

নতুন গানে ঝিলিক

দেশের সার্বিক পরিস্থিতির কারণে গত দুই-তিন মাস সংগীতাঙ্গনে স্থবিরতা ছিল। তবে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। যদিও স্টেজ শো পুরোপুরি শুরু হয়নি, সংগীত শিল্পীরা নতুন গানের কাজ করছেন। এরই ধারাবাহিকতায়, চ্যানেল আই সেরাকণ্ঠের প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক নতুন গান নিয়ে হাজির হয়েছেন। সম্প্রতি তার গান “তোমাকে চাই ২.০” প্রকাশিত হয়েছে।

 

এটি অনুপম মিউজিকের ব্যানারে ভিডিওসহ মুক্তি পায়, যেখানে ঝিলিকের সহশিল্পী ক্লোজআপ ওয়ান তারকা রাজীব। গানটির কথাগুলো লিখেছেন মনিরুজ্জামান মনির, এবং সংগীতায়োজন করেছেন রাকিব মোসাব্বির। ভিডিও নির্মাণ করেছেন সোৗমিত্র ঘোষ ইমন, এবং এতে অভিনয় করেছেন আফরিয়া রোজা ও নিপুণ রাজ।

 

নতুন গান সম্পর্কে ঝিলিক বলেন, “গানটি একদিন আগে প্রকাশ হয়েছে, যদিও কাজটি আগে করা হয়েছিল। নতুন গান আসায় আমি বেশ আনন্দিত। রাজীব ভাইয়ের সঙ্গে কাজ করে ভালো লাগছে। আশা করি, শ্রোতা-দর্শকদের এটি পছন্দ হবে।”

 

এছাড়া, ঝিলিক সম্প্রতি একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন, তবে সে সম্পর্কে তিনি বিস্তারিত জানাতে চাননি। তিনি জানান, আরও কয়েকটি গান প্রকাশের অপেক্ষায় আছে এবং সেগুলো সময়মতো ভিডিওসহ মুক্তি পাবে। গান রেকর্ডিংয়ের পাশাপাশি, তিনি টিভি অনুষ্ঠান নিয়েও ব্যস্ত রয়েছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী