দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৩৮

বিএম কলেজের শিক্ষার্থীরা ছাত্রাবাস পেয়ে খুশি।

দ্রুত সময়ের মধ্যে ছাত্রাবাসে উঠতে পেরে খুশি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অশ্বিনী কুমার হলের আবাসিক শিক্ষার্থীরা। পলেস্তারা খসে পড়া ও জরাজীর্ণ হয়ে পড়া এই ছাত্রাবাসটি সংস্কার ও মেরামতের পর ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে। ৫ আগস্টের পর শিক্ষার্থীরা নতুন করে এখানে ওঠেছে।বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম জানান, ১৯৬৮ সালে বিএম কলেজ ক্যাম্পাসের মধ্যে মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসটি নির্মিত হয়। এতে দুইটি ব্লকে চারশ’ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী বসবাস করে। ২০২৩ সালের ১ অক্টোবর বি ব্লকের একটি কক্ষের পলেস্তারা খসে পড়ার পর শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে নতুন ভবন নির্মাণের দাবি জানান। তাদের সঙ্গে আলোচনা করে তিনি ভবনটি পরিদর্শন করেন।

 

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নির্দেশে ৫৮ লাখ টাকা বরাদ্দ এনে সংস্কার ও মেরামতের কাজ শুরু হয়, যা এক বছরের মধ্যে সম্পন্ন হয়েছে। এই সংস্কারের ফলে ভবনটির আয়ু ৫০ বছর বৃদ্ধি পেয়েছে, এবং দেশের অর্থও সাশ্রয় হয়েছে।

 

আবাসিক শিক্ষার্থী ফেরদৌস হাসান শাওন জানান, ছাত্রাবাসটি ব্যবহার অনুপযোগি হয়ে যাওয়ার পর গত এক বছর ধরে শিক্ষার্থীরা পাশের মসজিদ ও ক্যান্টিনে বসবাস করেছিল। তাদের বিভিন্ন বাসা ও মেসে থাকতে হয়েছে, যা সীমাহীন দুর্ভোগের কারণ হয়েছিল।

 

এখন পরিবেশ অনেক সুন্দর হয়েছে, তাই শিক্ষার্থীরা খুশি। ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক বাংলা বিভাগের শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, ১৯৬৮ সালে নির্মিত এই ছাত্রাবাসটি বিভিন্ন জায়গায় ভেঙে পড়লেও মজবুত ছিল। প্রকৌশলীদের প্রস্তাবের ভিত্তিতে সুন্দরভাবে সংস্কার করা হয়েছে, ফলে এটি নতুন রূপ পেয়েছে। শিক্ষার্থীরাও খুশি হয়ে স্বতঃস্ফূর্তভাবে এখানে উঠেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট