দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:০৭

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষানীতি ও শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধি দল শুক্রবার বিকালে শিক্ষানীতি ও শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং মানসম্পন্ন পাঠ্যপুস্তক মুদ্রায়ণের লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেছে।মতবিনিময় সভায় নেতৃত্ব দেন ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার। সভায় সভাপতিত্ব করেন পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ প্রফেসর রবিউল কবির চৌধুরী এবং প্রফেসর এ.এফ.এম সারোয়ার জাহান।

 

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালক মো. আরিফুল ইসলাম জিয়া, মেজর জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম, ড. শাহাদাত হোসেন, ফারুক হাসান, ড. এম. হেলাল, মো. আনোয়ার হাবিব কাজল, মো. সিরাজুল ইসলাম ও মিজানুর রহমান।

 

সভায় বক্তারা একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ের জন্য স্থায়ী শিক্ষানীতি প্রয়োজন বলে উল্লেখ করেন। তারা দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে দ্রুত জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান। এই দাবির সাথে ছাত্রকল্যাণ ট্রাস্টের বক্তব্যের প্রতি সমর্থন জানান এনসিটিবি কর্তৃপক্ষ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট