দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৫৬

পূজায় ছোটদের পোশাক এবার হবে বেশ রঙিন এবং উজ্জ্বল

কিছুদিন পরই ঢোলে ঢাকের কাঠি পড়বে, শুরু হবে শারদীয় দুর্গোৎসব। উৎসবের আনন্দে শিশুদের পোশাকও হতে হবে আকর্ষণীয়। বড়দের পোশাকে লাল ও সাদা রঙের প্রচলন থাকলেও ছোটদের পোশাকের ক্ষেত্রে তেমন কোনো নিয়ম নেই। তবে ভ্যাপসা গরম এবং হুটহাট বৃষ্টির কথা মাথায় রেখে তাদের পোশাক নির্বাচন করতে হবে, যাতে আরামদায়ক হয়।

 

এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ফ্যাশন হাউস ছোটদের জন্য রঙিন পোশাকের আয়োজন করেছে। যমুনা ফিউচার পার্কের দোকানগুলোতে, যেমন দেশাল, অঞ্জন’স, লা রিভ, শৈশব, আড়ং, ক্লাব হাউস এবং রঙ বাংলাদেশ, শিশুদের জন্য নানা ডিজাইনের পোশাক পাওয়া যাবে।

 

শিশুদের আরামের কথা মাথায় রেখে বেশির ভাগ ফ্যাশন হাউসে সুতি কাপড়ের ব্যবহার বেশি। শৈশবের সিইও সাকিব চৌধুরী জানিয়েছেন, তাঁদের পোশাকের অধিকাংশই সুতি। ছেলেদের জন্য উজ্জ্বল রঙের পাঞ্জাবি, শার্ট এবং ফতুয়া রয়েছে, আর মেয়েশিশুদের জন্য ফ্রক, লেহেঙ্গা, টিউনিক, কুর্তা, এবং সালোয়ার-কামিজ পাওয়া যাবে। এসব পোশাকে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট ও এমব্রয়ডারি ব্যবহার করা হয়েছে।

 

রঙ বাংলাদেশও দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের রঙিন পোশাক এনেছে। মেয়েশিশুদের জন্য ফ্রক, কুর্তা, এবং সালোয়ার-কামিজের পাশাপাশি একই নকশার পোশাকের আয়োজনও রয়েছে।

 

এছাড়া, পোশাকের কাটেও ভিন্নতা এসেছে। লা রিভে মেয়েদের কুর্তা, টিউনিক এবং ফ্রকে বিভিন্ন হাতা ও গলায় বিশেষ কাট দেওয়া হয়েছে। জমকালো নকশার জন্য লেইস, ফ্রিল, এবং জরি ব্যবহার করা হয়েছে।

 

গরমের কথা মাথায় রেখে, অনেক ফ্যাশন হাউসে হাতাকাটা পোশাকের সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে ছোটদের জন্য উৎসবের আনন্দ আরও বেড়ে যায়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট