দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:৫৯

১১৮ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সারাদেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজসহ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১১৮ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তাদের জাতীয় বেতনস্কেল ২০১৫-এর চতুর্থ গ্রেডে ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকায় পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পূর্বের পদ ও কর্মস্থলে কর্মরত থাকবেন।

 

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন: অর্থোপেডিক সার্জারি বিভাগের ২০, ইএনটি বিভাগের ১৭, মেডিসিন বিভাগের ৯, রেসপিরেটরি মেডিসিনের ৮, গ্যাস্ট্রোএন্টারোলজি ও প্রস্থোডান্টিক্সের ৮, ডেন্টাল পাবলিক হেলথের ৬, ডেন্টিস্ট্রি ও অর্থোডন্টিক্সের ৫, এবং অন্যান্য বিভিন্ন বিভাগের চিকিৎসক।

 

এছাড়া, গত ২৭ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকেও ৬৯০ জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট