দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৯:৫০

শিবিরের নেতা-কর্মীদের ওপর হামলা, শ্যামনগরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর।

জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শিবিরের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনার পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক (দোলন) ও তাঁর বাবার বাড়িতে হামলা এবং ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার গুমানতলী গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শিবিরের ২০-২২ নেতা-কর্মী দাওয়াতি কাজে সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হকের বাড়ির কাছে গুমানতলী কামিল মাদ্রাসায় যান। তাদের উপস্থিতি জানার পর স্থানীয় লোকজন ও মাদ্রাসার ছাত্ররা তাঁদের বাধা দেন এবং মারধর করেন।

শিবিরের নেতা-কর্মীরা অভিযোগ করেছেন যে, আতাউল হকের ছেলে ফাহিম রাব্বির নির্দেশে তাঁদের ওপর হামলা হয়। এই ঘটনায় উপজেলা শিবিরের সাহিত্য সম্পাদক আসাদুল্লাহ সাঈদী (১৯), মহসীন কলেজের সেক্রেটারি আল শাহরিয়ার (১৭) ও পৌর সেক্রেটারি আবদুল্লাহ আল সিয়াম (১৬) সহ বেশ কয়েকজন আহত হন। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিবিরের নেতা-কর্মীদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক শ শিবির কর্মী উপজেলা সদরে জড়ো হয়ে লাঠিসোঁটাসহ বিক্ষোভ মিছিল নিয়ে গুমানতলী গ্রামে যান। তাঁরা আতাউল হক ও তাঁর বাবার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। ঘটনার সময় আতাউল হক ও তাঁর বাবা বাড়িতে ছিলেন না।

সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক প্রথম আলোকে বলেন, শিবিরের নেতা-কর্মীরা মাদ্রাসায় গেলে এলাকাবাসী ও মাদ্রাসার ছাত্রদের সঙ্গে তাদের বিবাদে জড়িয়ে পড়েন। তাঁর ছোট ছেলে ফাহিম পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এর পর শিবির কর্মীরা তাঁদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।

শিবিরের উপজেলা সভাপতি রাশিদুল ইসলাম বলেন, তাঁদের দাওয়াতি কাজে যাওয়ার পর বিনা উসকানিতে হামলা করা হয়েছে এবং তাঁদের নেতা-কর্মীদের গুরুতর আহত করা হয়েছে।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান জানান, শিবিরের নেতা-কর্মীরা দাওয়াতি কাজে গেলে ছাত্রলীগের সদস্যরা তাঁদের মারধর করেন, যার ফলে চারজন আহত হন। পরিস্থিতি শান্ত থাকলেও পরে উত্তেজিত জনতা ও শিবির কর্মীরা সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা চালান। এর প্রেক্ষিতে উপজেলা শিবিরের সভাপতি রাশিদুল ইসলামের বাবা ইদ্রিস আলী বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট