দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:২১

মির্জা আব্বাসের বাসায় হামলা: সাবেক দুই আইজিপিসহ ৪০ র‍্যাব-পুলিশের বিরুদ্ধে মামলা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক (বাঁয়ে) ও র‍্যাবের সাবেক মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার (পরে আইজিপি)

১৪ বছর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ঢুকে হত্যাচেষ্টার অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। মারধরের শিকার মহিলা দলের সদস্য সানজানা চৈতী বাদী হয়ে আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা করেন।

সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন বাদীর অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসিকে) নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সেদিন মির্জা আব্বাসের বাসায় ঢুকে র‍্যাব-পুলিশের যেসব সদস্য হামলা, ভাঙচুর ও লাঠি দিয়ে পিটিয়েছিলেন, সেই ঘটনার ভিডিও ফুটেজ আদালতে জমা দেওয়া হয়েছে। ভিডিওতে আসামিদের অপরাধমূলক কর্মকাণ্ডের চিত্র উঠে এসেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট