দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৩৪

যানজট ও জলজট দূর করতে দৃশ্যমান ভূমিকা না থাকায় উদ্বেগ বাম জোটের

অন্তর্বর্তী সরকারের দুই মাস পার হতে চললেও যানজট ও জলজট দূর করতে দৃশ্যমান কোনো ভূমিকা না থাকায় উদ্বেগ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে নগরজীবনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে আয়োজিত এক সভায় বাম গণতান্ত্রিক জোটের নেতারা কথাগুলো বলেন। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় সভাপতিত্ব করেন বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সভাপতি আবদুল আলী প্রমুখ।

বাম গণতান্ত্রিক জোটের সভায় সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং নির্বিঘ্নে ধর্মীয় সংখ্যালঘুরা যাতে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে, সে বিষয়ে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। সভায় দেশের কিছু এলাকায় মণ্ডপে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।

দেশের কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা সজাগ থাকবেন বলে জোটের সভায় জানানো হয়। এ জন্য কমরেড মণি সিংহ সড়কে বাম জোটের অস্থায়ী যোগাযোগকেন্দ্র মুক্তি ভবনে বিশেষ তথ্যকেন্দ্র খোলা হয়েছে। যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট সবাইকে এই কেন্দ্রে তথ্য পাঠাতে ও যোগাযোগ করতে অনুরোধ করেছেন জোটের নেতারা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট