দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:২৬

লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, ‘এ হামলায় বহু মানুষ হতাহত হয়েছে, অসংখ্য শিশু, নারী ও পুরুষ হতাহত হয়েছে। ধ্বংস হয়েছে বহু স্থাপনা। অথচ বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল আলোচনার পর আলোচনা করে চলেছে। অথচ এখন পর্যন্ত এই ভয়ংকর, প্রাণঘাতী যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারছে না। এ অবস্থায় জাতিসংঘের কার্যকারিতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্নের উদ্রেক হচ্ছে।

বিবৃতিতে বিএনপির মহাসচিব এই প্রাণঘাতী, বিবেকহীন ও অর্থহীন যুদ্ধ এখনই বন্ধ করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা মনে করি, এই যুদ্ধ বন্ধ করতে না পারলে বিশ্ব আরও বেশি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। তাই কালবিলম্ব না করে এ বিষয়ে জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট