বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে এমপক্স (মাঙ্কিপক্স) ভাইরাস। এই সংক্রামক রোগ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জরুরি সতর্কতা জারি করেছে। আফ্রিকা থেকে ইউরোপে ছড়িয়ে পড়ার পর, দুদিন আগে পাকিস্তানে প্রথম একজন মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর প্রেক্ষিতে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তর জরুরি পদক্ষেপ হিসেবে একটি হটলাইন চালু করেছে।
এছাড়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও বিশেষ সতর্কতা জারি করেছে। বিমানবন্দরের আগমনী চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, কেউ মাঙ্কিপক্সের লক্ষণ লক্ষ্য করলে দ্রুত ১৬২৬৩ বা ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করতে হবে। মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট এই সংক্রামক রোগের লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, মাংসপেশিতে ব্যথা, লিম্ফনোড ফুলে যাওয়া, দুর্বলতা, গলাব্যথা, কাশি এবং ত্বকে পানিভর্তি ফোসকা।
এমপক্স ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় উপসর্গবিহীন থাকতে পারেন। আক্রান্ত ব্যক্তির ত্বকে ফোসকা দেখা দিতে পারে, যা হাত, পা, মুখ, লিঙ্গসহ বিভিন্ন স্থানে হতে পারে। ফোসকা সাধারণত ব্যথা ও চুলকানি সৃষ্টি করে। এই রোগের লক্ষণগুলি জীবাণু সংক্রমণের ৩ থেকে ১৭ দিনের মধ্যে শুরু হয় এবং সাধারণত ২ থেকে ৪ সপ্তাহ স্থায়ী হয়।
সংক্রমিত ব্যক্তির সরাসরি সংস্পর্শ, যৌনমিলন, ব্যবহার করা কাপড়, বা সংক্রমিত প্রাণীর মাধ্যমে ভাইরাসটি ছড়াতে পারে। এই রোগের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই, তবে উপসর্গভিত্তিক চিকিৎসা, পুষ্টিকর খাবার এবং পরিচ্ছন্ন পরিবেশে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। কিছু দেশে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের গুটিবসন্তের টিকা দেওয়া হচ্ছে, যা মাঙ্কিপক্সের বিরুদ্ধে ৮৫ শতাংশ সুরক্ষা প্রদান করে।
মাঙ্কিপক্স প্রথম আফ্রিকার কঙ্গোতে শনাক্ত হয় এবং পরে বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, কেনিয়া থেকে ইউরোপের সুইডেন ও এশিয়ার পাকিস্তানে ছড়িয়ে পড়ে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে সতর্কতা জারি করেছে। গতকাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে এয়ারলাইনসগুলোকে মাঙ্কিপক্স লক্ষণযুক্ত যাত্রীদের বিষয়ে সতর্ক থাকতে এবং দ্রুত স্বাস্থ্য বিভাগকে জানাতে বলা হয়েছে। বাংলাদেশে আসার ২১ দিনের মধ্যে যদি কারো মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দেয়, তাহলে তাকে ১০৬৫৫ নম্বরে কল করার আহ্বান জানানো হয়েছে।