দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৫৫

ডেঙ্গুর কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০২২ জন, মারা গেছেন ৩ জন।

মাঝপথে বাতিল হওয়া এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে যেকোনো দিন প্রকাশিত হতে পারে। এই তিন দিনের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা বোর্ডগুলো সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।  এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০২২ জন। এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বরিশাল বিভাগে নতুন ভর্তিদের মধ্যে ৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৩, ঢাকা বিভাগের বাইরে ১৮২, ঢাকা উত্তর সিটিতে ২৪৭, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৩, খুলনা বিভাগে ১১৯, রাজশাহী বিভাগে ২৭, ময়মনসিংহ বিভাগে ৪২ এবং সিলেটে ৬ জন রয়েছেন।

 

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩,২১,১৭৯ রোগী এবং ওই সময় ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট