দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:১৫

এইচএসসির ফলাফল ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে প্রকাশিত হবে।

মাঝপথে বাতিল হওয়া এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে যেকোনো দিন প্রকাশিত হতে পারে। এই তিন দিনের মধ্যে ফল প্রকাশের জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার প্রথম আলোকে জানিয়েছেন, তারা আশা করছেন শিগগিরই ফল প্রকাশের তারিখ জানানো হবে। পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (বিষয় ম্যাপিং) এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে।

 

তপন কুমার সরকার আরো বলেন, ইতিমধ্যে যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে। যেসব বিষয়ের পরীক্ষা হয়নি, সেগুলোর ফলাফল এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।

 

গত আগস্টে সচিবালয়ে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ এবং ঘেরাও করলে শিক্ষা বিভাগ এবারের এইচএসসি বা সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয়।

 

এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন। মোট পরীক্ষার্থী ছিল সাড়ে ১৪ লাখের মতো। সাতটি পরীক্ষার পর সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে কিছু পরীক্ষার সময়সূচি পরিবর্তিত হয়।

 

একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলন সরকারের পতনের দিকে রূপ নেয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে ১১ আগস্ট নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়, তবে তা হয়নি। পরবর্তীতে ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু পরীক্ষার্থীদের আন্দোলনের কারণে সব পরীক্ষাগুলো বাতিল করতে হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট