দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৯, ২০২৪ ০০:৩৩

প্রখ্যাত সংগীতশিল্পী ন্যান্‌সি গানে ক্যারিয়ারের ২০ বছর পূর্ণ করলেন।

নাজমুন মুনিরা ন্যান্‌সি ২০০৪ সালে পেশাগতভাবে সংগীতজগতে যাত্রা শুরু করেন। শুরু থেকেই একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি দ্রুতই শ্রোতাদের প্রিয় কণ্ঠে পরিণত হন। প্লেব্যাক গানেও তার একক ও দ্বৈত কণ্ঠের গানগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ন্যান্‌সি শুরু থেকেই প্লেব্যাকের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য কণ্ঠ হিসেবে পরিচিতি পান, এবং সমালোচক থেকে শ্রোতাদের একবাক্যে স্বীকৃতি—ন্যান্‌সির মতো সুকণ্ঠী শিল্পীর আবির্ভাব এখনও হয়নি।

 

দীর্ঘ ২০ বছরে ন্যান্‌সি অনেক হিট ও সুপারহিট গান উপহার দিয়েছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে চলচ্চিত্রে তার কাজের পরিমাণ কিছুটা কমে গেছে। তিনি কখনও সংগীতজগতে চলমান সিন্ডিকেটের সাথে আপস করেননি এবং স্পষ্টভাষী হিসেবে তার খ্যাতি রয়েছে। বিগত সরকারের আমলে রাজনৈতিক সমর্থনের কারণে তিনি বিটিভি, বেতার, কিংবা শিল্পকলা একাডেমির থেকে ডাক পাননি, তবে কখনও এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ দেখাননি। বরং নিজের মতো করে কাজ করে গেছেন।

 

ন্যান্‌সি সম্প্রতি ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি এ দায়িত্ব সঠিক ও স্বাধীনভাবে পালন করতে চান। সংগীতজগতে ২০ বছর কাটিয়ে ন্যান্‌সি বলেন, “আমার সবচেয়ে বড় অর্জন শ্রোতাদের ভালোবাসা। যতদিন শ্রোতারা চাইবেন, ততদিন গান করে যাবো।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ