দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৩৭

বাজারে দরপতন অব্যাহত, ভালো লভ্যাংশেও শেয়ারের দাম কমছে

শেয়ারবাজার

শেয়ারবাজারে আজও দরপতন চলছে। আগের দিনের বড় দরপতনের ধারাবাহিকতায় বেশির ভাগ শেয়ারের দাম কমছে বাজারে। তাতে আজ প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকটি ২৮ পয়েন্ট কমেছে। লেনদেনের গতিও বেশ শ্লথ। এ কারণে ভালো লভ্যাংশ ঘোষণার পরও শেয়ারের দামে এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না।

গত জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য বিনিয়োগকারীদের ৬৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে লভ্যাংশের পরিমাণ ৩ শতাংশ বেড়েছে।

কোম্পানিটি আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে লভ্যাংশের এই খবর বিনিয়োগকারীদের জানিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, গত জুনে সমাপ্ত আর্থিক বছরে তাদের মুনাফা বেড়েছে। এ কারণে লভ্যাংশের পরিমাণও বেড়েছে। গত ২০২৩-২৪ অর্থবছর শেষে ইবনে সিনার শেয়ারপ্রতি সমন্বিত আয় বা ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ৪৬ পয়সায়। আগের বছর যার পরিমাণ ছিল ১৯ টাকা ৩৮ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বা আয় ২ টাকা ৮ পয়সা বা পৌনে ১১ শতাংশ বেড়েছে।

মুনাফা ও লভ্যাংশ বৃদ্ধির খবরেও আজ বৃহস্পতিবার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে। তবে এদিন কোম্পানিটি লেনদেনের শীর্ষে উঠে এসেছে। ঢাকার বাজারে আজ প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম সোয়া ৪ শতাংশ বা প্রায় ১৫ টাকা কমে দাঁড়িয়েছে ৩৩২ টাকায়। লেনদেনের প্রথম দুই ঘণ্টায় কোম্পানিটির প্রায় পৌনে তিন লাখ শেয়ারের হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল প্রায় ৯ কোটি টাকা।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শেয়ারবাজার এখন দরপতনের ধারায় রয়েছে। ফলে ভালো লভ্যাংশ বা মুনাফা বৃদ্ধির খবরেও কোম্পানির শেয়ারের দামে তাৎক্ষণিক ইতিবাচক কোনো প্রভাব দেখা যাচ্ছে না। উল্টো মূল্যবৃদ্ধির বদলে দরপতন হচ্ছে। বাজারের সার্বিক পরিস্থিতি ভালো না থাকায় এ প্রবণতা তৈরি হয়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

এদিকে গতকাল বুধবারের বড় দরপতনের পর আজ বৃহস্পতিবারও শেয়ারবাজারে দরপতন চলছে। প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দুপুর ১২টায় ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৬ পয়েন্টে। এ সময়ে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩০ কোটি টাকায়।

প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে ঢাকার বাজারে লেনদেন হওয়া ৩৮৫ প্রতিষ্ঠানের মধ্যে ১৯৯টিরই দাম কমেছে। দাম বেড়েছে ১৩২টির আর অপরিবর্তিত ছিল ৫৫টির দাম।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট