দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৪৯

বাসযোগ্য উত্তরা প্রতিষ্ঠায় এবি পার্টির ৫ প্রস্তাব

বুধবার দুপুরে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং মোড় এলাকায় মানববন্ধন করে এবি পার্টির ঢাকা মহানগর উত্তর শাখা

নিরাপদ, বাসযোগ্য ও সুশৃঙ্খল উত্তরা প্রতিষ্ঠা করতে পাঁচটি প্রস্তাব দিয়েছে এবি পার্টির ঢাকা মহানগর উত্তর শাখা। শাখাটির নেতারা বলেছেন, উত্তরা রাজধানীর অন্যতম প্রবেশদ্বার ও অভিজাত এলাকা। মেডিকেল কলেজসহ দেশের স্বনামধন্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এখানে রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এ এলাকায় মানুষ বৃদ্ধির সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ ছাড়া অনুন্নত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, যানজটসহ নানা সমস্যায় উত্তরায় জনভোগান্তি দিন দিন বাড়ছে।

আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং মোড় এলাকায় মানববন্ধনে এ কথাগুলো বলেন এবি পার্টির ঢাকা মহানগর উত্তর শাখার নেতারা। উত্তরা নিয়ে দলটির প্রস্তাবনার মধ্যে রয়েছে—সব ধরনের চাঁদাবাজি বন্ধ করতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত ইজারার মাধ্যমে আন্তজেলা বাসটার্মিনাল, পাইকারি আড়ত ও দর্শনীয় স্থান নিয়ন্ত্রণ করতে হবে। যাত্রীদের হয়রানি বন্ধ করে যাত্রীসেবায় প্রতিটি বাস কাউন্টারে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দিতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য নিষ্কাশন কার্যক্রম শেষ করে পরিষ্কার–পরিচ্ছন্ন উত্তরা নিশ্চিত করতে হবে। সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। প্রতিটি থানায় স্পেশাল হেল্পলাইন নম্বর চালু করতে হবে। ভুক্তভোগীর ত্বরিত সহায়তা নিশ্চিত করতে হবে।

এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খানের সঞ্চালনায় মানবববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্যসচিব ও এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, মহানগর উত্তরের যুগ্ম সদস্যসচিব আবদুর রব, নজরুল ইসলাম, গাজী সাবের, সহকারী সদস্যসচিব হাসান মাহমুদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক, জেসমিন আক্তার প্রমুখ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট