দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৪৬

ইসরায়েল জাতিসংঘের মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসছবি : রয়টার্স

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ আজ মঙ্গলবার গুতেরেসকে ‘পারসনা নন গ্রাটা’ ঘোষণা করেছে, যার মানে হলো তিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে যে কূটনৈতিক সুবিধা পান, সেটি ইসরায়েল দেবে না। দেশটির সরকার জানিয়েছে, আন্তোনিও গুতেরেস জাতিসংঘের ইতিহাসে একটি ‘কলঙ্ক’ হয়ে থাকবেন।

এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাট্ছ। তিনি বলেন, “আমি আজ আন্তোনিও গুতেরেসকে ইসরায়েলে পারসনা নন গ্রাটা ঘোষণা করছি এবং তাঁর প্রবেশ নিষিদ্ধ করছি। যিনি ইরানের ভয়াবহ হামলার বিরুদ্ধে স্পষ্টভাবে কথা বলেননি, তিনি আমাদের দেশে আসতে পারেন না।”

ইসরায়েলের দাবি, গুতেরেস হামাসের ৭ অক্টোবরের হামলার নিন্দা করেননি এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার জন্যও কোনো পদক্ষেপ নেননি। কাট্ছ বলেন, গুতেরেস থাকুক বা না থাকুক, ইসরায়েল তাদের নাগরিকদের সুরক্ষা এবং জাতীয় মর্যাদা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

গত বছর গুতেরেস বলেছিলেন, “আমি হামাসের ৭ অক্টোবরের হামলার কঠোর নিন্দা জানাই। কোনোভাবেই বেসামরিক নাগরিকদের হত্যার ন্যায্যতা নেই।” তবে তিনি এও উল্লেখ করেন যে, হামাসের হামলা শূন্য থেকে হয়নি এবং ফিলিস্তিনের মানুষ দীর্ঘদিন ধরে দখলদারির শিকার।

গত মাসে, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারির অবসান চেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাব গৃহীত হয়, যা বেশিরভাগ দেশের সমর্থন পায়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট