দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৫৮

চট্টগ্রাম কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী গতকাল মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের ১৫৪তম জরুরি সভায় এই সিদ্ধান্তের কথা জানান।

 

এক বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ জানান, “কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কলেজ ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করা হলো।”

 

তিনি আরও বলেন, “বারবার মিছিল-মিটিং হওয়ার কারণে ক্লাসের পড়াশোনায় প্রভাব পড়ছে এবং শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ছাত্ররা আতঙ্কিত হয়ে যায়, এবং অভিভাবকরাও উদ্বিগ্ন হন।” তাই সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

এর আগে ২৬ সেপ্টেম্বর ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ ওঠে, যা ছাত্রশিবির মিথ্যা দাবি করে। এরপর ২৯ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন চট্টগ্রাম কলেজের ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করে, যেখানে ছাত্র-রাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবি জানানো হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট