এফবিসিসিআই সভাপতি জনাব মাহবুবুল আলম সদ্য নিয়োগপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎটি গতকাল শনিবার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারায় উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে, এফবিসিসিআই সভাপতি দেশের ব্যবসা-বাণিজ্যকে গতিশীল রাখা, সাপ্লাই চেইন সচল রাখা, বন্দর ও মহাসড়ক সঠিকভাবে কার্যকর রাখা, সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধ, এবং শিল্প কারখানায় নিরাপত্তা জোরদার করার মতো বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং সহযোগিতা কামনা করেন।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দেন যে, তিনি দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে এবং ব্যবসায়ীসহ সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।
মাহবুবুল আলম আরও জানান যে, শিগগিরই বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।
4o