আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন চ্যালেঞ্জগুলোর একটি ভারতে এসে ভারতের বিপক্ষে খেলা। বাংলাদেশ দলের এবারের ভারত সফরের আগেও এই আলোচনা ছিল। আলোচনাটা আরেকবার অভিজ্ঞতায় অনূদিত হয়েছে। ২–০ তে সিরিজ হেরে বাংলাদেশ আরেকবার জেনেছে, ভারত ঘরের মাঠে আসলে কতটা ভালো।
সেরাদের সঙ্গে পাল্লা দিতে হলে আরও কত উন্নতি করতে হবে, সেটাও ভালোভাবেই টের পেয়েছে নাজমুল হোসেনের দল। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসে সে কথাই বলেছেন।
সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে ভারত সিরিজে দলের পারফরম্যান্স মূল্যায়ন করতে বলা হলে একটু ভেবে তিনি বলেন, ‘আমরা একেবারেই প্রতিযোগিতা করতে পারিনি। আমি দুই দলের দক্ষতার পার্থক্য দেখতে পেয়েছি। আমাদের অনেক উন্নতি করতে হবে। আমরা যতটা ভালো খেলতে পারি সেটা করতে পারিনি। এই জন্য আমরা হতাশ।’
উন্নতিটা যে শুধু খেলোয়াড়দেরই করতে হবে, তা নয়। ভারতের ক্রিকেট অবকাঠামো আর অনুশীলন সুযোগ–সুবিধার কথাও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের কোচ, ‘শুধু এই দলটাকে উন্নতি করলেই হবে না। এটা তো একদম শীর্ষ পর্যায়ের কথা বলছি। আমাদের নিচের ধাপ থেকে উন্নত হতে হবে। যখন আপনার ঠিকঠাক ভিত না থাকবে, তখন আপনি পারফরম্যান্স প্রত্যাশা করতে পারেন না।’
পরে আবার বলেছেন, ‘আমরা সম্প্রতি উন্নতি করেছি। এখন বড় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি। কিন্তু ভারত একেবারে অন্য জায়গায় পৌঁছে গেছে। শুধু এই একাদশে নয়, ওদের প্রতিযোগিতার মাত্রাটা সবখানেই অনেক বেশি। তাদের প্রক্রিয়া, কাঠামো, সুযোগ–সুবিধা এত উন্নত হয়েছে, যা অকল্পনীয়। এটাই আমাদের শিক্ষা।’
আমরা সম্প্রতি উন্নতি করেছি। এখন বড় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি। কিন্তু ভারত একেবারে অন্য জায়গায় পৌঁছে গেছে।
চন্ডিকা হাথুরুসিংহে, প্রধান কোচ, বাংলাদেশ দল
মাঠের খেলায়ও তাঁর প্রতিফলন স্পষ্ট। কানপুর টেস্টে পুরো আড়াই দিনও খেলা হতে পারেনি। তারপরও অবিশ্বাস্য আক্রমণাত্মক ব্যাটিংয়ের নমুনা দেখিয়েছে ভারত। হাথুরুসিংহে তো ২৮৫ রানে ভারতের প্রথম ইনিংস ঘোষণাতেও বেশ অবাক হয়েছেন, ‘ভারত যেভাবে খেলেছে, তা আমি আগে কখনো দেখিনি। সব কৃতিত্ব রোহিত আর তাঁর দলের। ওরা এই ম্যাচ থেকেও ফল বের করে নিয়েছে। আমরা ওদের ব্যাটিংয়ের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারিনি।’
পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্টে সিরিজে হারানোর আত্মবিশ্বাস নিয়ে ভারতে এসেছিল বাংলাদেশ দল। ভারত যে কঠিন চ্যালেঞ্জই হতে যাচ্ছে, সে বাস্তবতাও জানা ছিল। সিরিজ হার নিয়ে তাই খেলোয়াড়দের বেশি চাপের মুখে ফেলতে চান না কোচ, ‘আমরা পাকিস্তানকে হারিয়ে এখানে এসেছি। আমরা এ–ও জানতাম ভারতে চ্যালেঞ্জটা আরও কঠিন হবে। এই জন্যই আমি পারফরম্যান্সের সঙ্গে আবেগ মেশাতে চাই না। পাকিস্তানে জেতার পরও আমরা তা করিনি। এখানে হারার পরও সেটা করতে চাইব না।’