গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। মঙ্গলবার সকালে শুটিংয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। অভিনেতার পায়ে গুলি লেগেছে, সেটাও আবার নিজের রিভলভার থেকে। ঘটনার পর তড়িঘড়ি তাকে মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোটের গুরুতরতা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুর্ঘটনাবশত অভিনেতার পায়ে গুলি লেগেছে। তিনি সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে ভর্তি হয়েছেন, যেখানে তার চিকিৎসা চলছে। পুলিশ ইতিমধ্যেই অভিনেতার রিভলভার বাজেয়াপ্ত করেছে এবং কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখবে।
উল্লেখ্য, গোবিন্দ প্রাক্তন অভিনেতা অরুণ ও অভিনেত্রী-গায়িকা নির্মলা দেবীর সন্তান। মিঠুন চক্রবর্তীর অভিনীত ‘ডিস্কো ডান্সার’ দেখে তিনি মুগ্ধ হন এবং ঘণ্টার পর ঘণ্টা ক্যাসেট চালিয়ে নাচের প্র্যাকটিস করতেন। তার প্রথম দুই ছবি ‘ইলজাম’ ও ‘লাভ ৮৬’ আটের দশকের মাঝামাঝি মুক্তি পায় এবং দুই ছবিই হিট হয়। এরপর তিনি ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ১’, ‘হিরো নম্বর ১’, ‘সাজন চলে সসুরাল’ ইত্যাদি সিনেমার মাধ্যমে নয়ের দশকের কমেডি কিং হয়ে ওঠেন। তার শেষ মুক্তি পাওয়া সিনেমা হলো ‘রঙ্গিলা রাজা’।