দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:২৩

গুলিবিদ্ধ হয়ে গোবিন্দ হাসপাতালে ভর্তি হয়েছেন।

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। মঙ্গলবার সকালে শুটিংয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। অভিনেতার পায়ে গুলি লেগেছে, সেটাও আবার নিজের রিভলভার থেকে। ঘটনার পর তড়িঘড়ি তাকে মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোটের গুরুতরতা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুর্ঘটনাবশত অভিনেতার পায়ে গুলি লেগেছে। তিনি সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে ভর্তি হয়েছেন, যেখানে তার চিকিৎসা চলছে। পুলিশ ইতিমধ্যেই অভিনেতার রিভলভার বাজেয়াপ্ত করেছে এবং কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখবে।

 

উল্লেখ্য, গোবিন্দ প্রাক্তন অভিনেতা অরুণ ও অভিনেত্রী-গায়িকা নির্মলা দেবীর সন্তান। মিঠুন চক্রবর্তীর অভিনীত ‘ডিস্কো ডান্সার’ দেখে তিনি মুগ্ধ হন এবং ঘণ্টার পর ঘণ্টা ক্যাসেট চালিয়ে নাচের প্র্যাকটিস করতেন। তার প্রথম দুই ছবি ‘ইলজাম’ ও ‘লাভ ৮৬’ আটের দশকের মাঝামাঝি মুক্তি পায় এবং দুই ছবিই হিট হয়। এরপর তিনি ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ১’, ‘হিরো নম্বর ১’, ‘সাজন চলে সসুরাল’ ইত্যাদি সিনেমার মাধ্যমে নয়ের দশকের কমেডি কিং হয়ে ওঠেন। তার শেষ মুক্তি পাওয়া সিনেমা হলো ‘রঙ্গিলা রাজা’।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট