বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি আগামীকাল বুধবার প্রকাশিত হবে। তবে কমিটির সদস্য সংখ্যা কী হবে, তা এখনও জানা যায়নি। আজ মঙ্গলবার সন্ধ্যায় ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আগামীকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রকাশ করব ইনশাআল্লাহ। তবে কত সদস্যবিশিষ্ট হবে, তা আপাতত বলতে পারব না। সংখ্যাটা এখনো কাউকে জানানো হয়নি। আমাদের কমিটিগুলো লোক দেখানোর জন্য অন্যান্যদের মতো বড় হয় না; প্রয়োজন অনুযায়ীই সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়।”
ফরহাদ আরও জানান, “আমাদের কমিটিগুলো সাধারণত ১৫, ১৮ অথবা সর্বোচ্চ ২০ সদস্যবিশিষ্ট হয়ে থাকে। বিভাগের কাজ চালানোর জন্য যতজন প্রয়োজন, ততজনকে রাখা হয়। বাকিরা কমিটির বাইরের সদস্য হিসেবে স্বাভাবিকভাবে সাপোর্ট দেন। আমাদের সারাদেশের কমিটিগুলোও এভাবেই কাজ করে।”
ঢাবির হলগুলোতে কি কমিটি প্রকাশ করা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন করা হবে। হলগুলোতে আলাদা কমিটি দেওয়া হয় না; ঢাবি কমিটিই হলগুলোকে তত্ত্বাবধান করবে।”