দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:৩২

রাবিতে ছাত্রলীগের ‘অস্ত্রধারী সন্ত্রাসীদের’ বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র সরবরাহকারী ও নিপীড়কদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘ফ্যাসিবাদ নির্মূল কমিটি (ফ্যানিক-২৪)’ এর উদ্যোগে এ মানববন্ধন হয়।ফ্যানিক-২৪ এর আহ্বায়ক মাসুদ রানা বলেন, “আমরা চাই না জনগণ তাদের হাতে আইন তুলে নিক বা মব জাস্টিসের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটুক। আমরা চাই, বিশ্ববিদ্যালয় বাদী হয়ে ছাত্রলীগের যারা হামলা ও অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় নিয়ে আসুক। আগের প্রশাসন যারা আমাদের ওপর পুলিশ লেলিয়ে দিয়ে সাকিব আনজুম ও আলী রায়হানকে শহীদ করেছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখেছি, তারা এখনো বিশ্ববিদ্যালয়ের বেতন খেয়ে যাচ্ছে, অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

 

ফ্যানিকের সদস্য অনিক আহমেদ বলেন, “ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো ফ্যাসিবাদের দোসরদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের ব্যবস্থা করতে হবে। প্রতিটি হলের যেসব রুমে অস্ত্র পাওয়া গেছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। সেই সময় যারা প্রশাসনিক দায়িত্বে ছিল, তাদেরও জবাবদিহি করতে হবে। ১৭ জুলাই আমাদের ওপর পুলিশকে গুলি চালাতে লেলিয়ে দেওয়া শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনতে হবে।”

 

তিনি আরও বলেন, “মব জাস্টিস যেন কোথাও না ঘটে, বিশেষ করে রাবি ক্যাম্পাসে যেন এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে। এজন্য মুক্ত বাতাসে চলাফেরা করা সকল সন্ত্রাসীদের অতিদ্রুত আইনের আওতায় আনতে হবে।”

 

মানববন্ধনে ফ্যানিক-২৪ এর আহ্বায়কসহ মোট ১৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট