দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:২৫

আজ আন্তর্জাতিক কফি দিবস উপলক্ষে কিছু দোকানে বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে

সকাল বেলার একটি কাপ কফি দিনকে সতেজ করে তোলে, মেঘলা দিন হোক বা রোদেলা। প্রকৃতির দোলাচলে নিজেকে চাঙা করতে কফির কোনো তুলনা নেই। আজ, ১ অক্টোবর, আন্তর্জাতিক কফি দিবস। কফির জনপ্রিয়তা উপলক্ষে ২০১৪ সালে আন্তর্জাতিক কফি সংস্থা (আইসিও) ১ অক্টোবরকে আন্তর্জাতিক কফি দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৫ সালে প্রথমবারের মতো ইতালিতে উদযাপন করা হয় এই দিবসটি। বিশ্বে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় ব্রাজিলে, কিন্তু কফি পান করার দিক থেকে ফিনল্যান্ডের মানুষই এগিয়ে। কফি পানীয় হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। কফিতে থাকা উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট এবং উপকারী উপাদান অনেক রোগের ঝুঁকি কমাতে সক্ষম। এছাড়া, ক্যাফেইন শরীরে অতিরিক্ত চর্বি কমাতে এবং শারীরিক কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক এবং বিষণ্ণতা ও উদ্বেগের বিরুদ্ধে লড়াই করে।

 

কফি ত্বকের জন্যও ভালো। রোদে পোড়া ত্বক ও অ্যান্টি-রিঙ্কেল ব্যবহারে কফির জুড়ি মেলা ভার। চুলের যত্নে সপ্তাহে অন্তত একবার কফি পানিতে ফুটিয়ে সেই পানি ব্যবহার করলে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং অতিরিক্ত চুল পড়া কমে যায়।

 

আজ আন্তর্জাতিক কফি দিবসে প্রিয়জনের সঙ্গে কফির ঘ্রাণে দিনটিকে সতেজ রাখতে শহরের বিভিন্ন কফি হাউসগুলোতে রয়েছে আকর্ষণীয় অফার। এক কাপ কফি কিনলে আরেকটি বিনামূল্যে, মূল্যছাড়, এবং গেম খেলে কফি জিতে নেওয়ার সুযোগসহ আরও অনেক কিছু।

 

**নর্থ এন্ড কফি**: কফি দিবস উপলক্ষে, এক কাপ কফি অর্ডার করলে সঙ্গীর জন্য আরেকটি কফি বিনামূল্যে পাবেন। তবে এ অফার কফিশপে বসে খাওয়ার জন্য প্রযোজ্য এবং সব শাখায় আজ চলবে।

 

**খানা’স**: ৯৯ টাকার কোল্ড কফি এক কাপ কিনলে বিনামূল্যে পাবেন আরেকটি। এ অফার সব আকারের কফির জন্য প্রযোজ্য।

 

**ক্লাউড কফি**: যেকোনো শাখায় একটি কফি অর্ডার করলে সঙ্গীর জন্য আরেকটি কফি বিনামূল্যে পাবেন, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

 

**দ্য হোয়াইট ক্যানারি**: এখানে একটি কফি কিনলে স্পিন অ্যান্ড উইন খেলার মাধ্যমে বিভিন্ন কফি এবং ৫০ শতাংশ মূল্যছাড় জেতার সুযোগ পাবেন।

 

**ডেলিফ্রান্স বেকারি অ্যান্ড কফি**: যেকোনো স্বাদের একটি ক্রসাঁ কিনলে বিনামূল্যে একটি আমেরিকানো বা ক্যাপাচিনো পাবেন। এই অফার প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

 

**কোল অ্যান্ড কফি**: সিটি ম্যাক্স কার্ড ব্যবহারকারীদের জন্য ২০ শতাংশ মূল্যছাড়। এই অফার আজ থেকে ১০ অক্টোবর পর্যন্ত থাকবে।

 

আজকের দিনে কফি খেতে ভুলবেন না!

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট