দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১১:১৩

আশুলিয়ায় সংঘর্ষে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় সিপিবির নিন্দা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) লোগো

সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ সোমবার সিপিবির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) এক বিবৃতিতে এ নিন্দা জানান। পাশাপাশি সংলাপের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে দলটি।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে শ্রমিকদের শোষণ-নির্যাতন করা হয়েছে। ট্রেড ইউনিয়ন করার অধিকার না দিয়ে গণতন্ত্রের চর্চা করতে দেওয়া হয়নি। অনেক কারখানায় বকেয়া বেতন না দিয়ে অতীতের ন্যায় দমন-পীড়ন চালিয়ে শ্রমিকদের বিক্ষুব্ধ করা হয়েছে। আইনভঙ্গকারী মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে শ্রমিক ছাঁটাই, শ্রমিক নির্যাতন, এমনকি গুলিবর্ষণ করে ‘শিল্প সম্পর্ক’ নষ্ট করে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে সংকটাপন্ন করা হচ্ছে।

এ পরিস্থিতিতে শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অর্থবহ সংলাপের আহ্বান জানিয়েছে সিপিবি। বিশেষ করে কারখানাভিত্তিক দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে ন্যায্য দাবি মেনে নিয়ে যুক্তিযুক্ত সমাধানের দাবি জানান দলটির নেতারা।

বিবৃতিতে নেতারা আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে জুলাই-আগস্টের ‘ছাত্র-শ্রমিক-জনতার বিজয়’ দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার শ্রমজীবী মেহনতি মানুষের মধ্যেও অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করার সাহস জুগিয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে অতিসত্বর ন্যায়সংগত সমাধান করতে হবে। তা না করলে সম্প্রতি পরাজিত অগণতান্ত্রিক শক্তি তো বটেই, এমনকি প্রতিক্রিয়াশীল শক্তিও এ পরিস্থিতির সুযোগ নিতে পারে। এতে দেশ আরও ভয়ানক বিপদের সম্মুখীন হতে পারে, যা কারও জন্যই মঙ্গল বয়ে আনবে না।

বামপন্থী দলটি শ্রমিক হত্যার বিচার, হতাহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট