**বিশ্ব হার্ট দিবস ২০২৪ উপলক্ষে চট্টগ্রামে বিশেষ সেমিনার**
চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব হার্ট দিবস ২০২৪ উপলক্ষে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, যিনি হৃদরোগ প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, এবং হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব মো. তোফায়েল ইসলাম। তিনি তার বক্তব্যে হৃদরোগের প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরির জন্য এমন সেমিনার আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং চট্টগ্রাম জেলা কমিশনার ফরিদা খানম।
এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. আবু তারেক ইকবাল, যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন। তিনি জানান, যেসব রোগীর হৃদরোগের পারিবারিক ইতিহাস রয়েছে, যারা ওজন বাড়ানোর সমস্যায় ভুগছেন এবং ডায়াবেটিসে আক্রান্ত, তারা হৃদরোগের উচ্চ ঝুঁকিতে আছেন। তাই এই রোগীদের শারীরিক কার্যক্রমের পাশাপাশি কোলেস্টেরল সমৃদ্ধ খাবার কম গ্রহণ এবং মানসিক চাপ কমানোর প্রতি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম।
সকাল বেলায় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে সাধারণ রোগীদের শারীরিক পরীক্ষার পাশাপাশি হৃদযন্ত্র সুস্থ রাখার বিভিন্ন পরামর্শ এবং হৃদরোগ প্রতিরোধে সচেতনতামূলক তথ্য প্রদান করা হয়।