দ্যা নিউ ভিশন

এপ্রিল ২০, ২০২৫ ১১:৪৪

স্বাস্থ্যসেবা খাতে দুই শীর্ষ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে কর্মকর্তাবৃন্দ (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে

ঢাকা ডেন্টাল কলেজ ও কুমিল্লা মেডিকেল কলেজের দুই অধ্যক্ষকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রবিবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহ্ওয়াজদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। অধ্যক্ষদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ ইজাজুল হক এবং ঢাকা ডেন্টাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. হুমায়ুন কবীর অন্তর্ভুক্ত রয়েছেন।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি বা পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায়, ২ অক্টোবর পূর্বাহ্নে তাঁদের অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

 

বদলি বা পদায়নকৃত কর্মকর্তাদের অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। বর্ণিত কর্মকর্তাদের যোগদানের পর পিডিএস আপডেট করতে হবে। পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ইমেইল (perl@mefwd.gov.bd) এ পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী