দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৯, ২০২৪ ০৫:১০

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী ‘রিমেম্বারিং জুলাই ২৪’ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।

জুলাই বিপ্লব স্মরণে শিক্ষার্থীদের ইতিহাস পুনঃপাঠে উৎসাহিত করার এবং তরুণ প্রজন্মের মধ্যে জুলাইয়ের স্মৃতিকে অক্ষুণ্ন রাখার লক্ষ্যে সারাদেশে মাসব্যাপী ‘রিমেম্বারিং জুলাই ২৪’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শুরু হয়েছে ৩০ সেপ্টেম্বর থেকে এবং এটি চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। ‘রিফ্রেইমিং বাংলাদেশ’ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থী ও অন্যান্য শ্রেণি-পেশার মানুষ অংশ নিতে পারবেন।

 

সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকরা জানান, প্রতিযোগীদের লেখা, প্রবন্ধ ও শর্টফিল্ম ‘রিফ্রেইমিং বাংলাদেশ’র নিজস্ব ফেসবুক পেজে জমা দিতে হবে। বিজয়ীদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার, সনদ ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হবে।

 

প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে: প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগ, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগ, এবং স্নাতক বা যেকোনো বয়সের পেশাজীবীদের জন্য ‘গ’ বিভাগ।

 

অংশগ্রহণের ক্যাটাগরিগুলি হলো:

 

1. ‘গল্প/অভিজ্ঞতা/দিনলিপি/ঘটনাপ্রবাহ’ – ‘ক’, ‘খ’ ও ‘গ’ বিভাগের জন্য আলাদা ক্যাটাগরি।

2. ‘কবিতা’ – ‘ক’, ‘খ’ ও ‘গ’ বিভাগের জন্য আলাদা ক্যাটাগরি।

3. ‘গবেষণা প্রবন্ধ’ – সকলের জন্য উন্মুক্ত ক্যাটাগরি।

4. ‘শর্টফিল্ম’ – সকলের জন্য উন্মুক্ত ক্যাটাগরি।

5. ‘চিত্রকর্ম’ – ‘ক’, ‘খ’ ও ‘গ’ বিভাগের জন্য আলাদা ক্যাটাগরি।

 

অংশগ্রহণের বিষয়বস্তু হলো: জুলাই গণহত্যা ও অভ্যুত্থান, শহীদদের বীরত্ব, জনগণের প্রতিরোধ এবং বিজয়ের গল্প।

 

প্রতিযোগিতার নিয়মাবলি:

 

1. একজন প্রতিযোগী একাধিক ক্যাটাগরিতে অংশ নিতে পারবেন, তবে সর্বোচ্চ দু’টি বিষয়ে পুরস্কারের জন্য বিবেচিত হবে।

2. বাংলা ও ইংরেজি উভয় ভাষায় অংশগ্রহণের সুযোগ থাকবে।

3. ‘গবেষণা প্রবন্ধ’, ‘শর্টফিল্ম’ ও ‘চিত্রকর্ম’-এর ক্ষেত্রে দলীয়ভাবে অংশগ্রহণ করা যাবে।

 

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লিখিত বক্তব্য পাঠ করেন। আয়োজকরা জানান, ৫ আগস্ট ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে একটি ফ্যাসিস্ট শাসকের পতন ঘটলেও পুরোনো রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামো অপরিবর্তিত রয়েছে। তারা উল্লেখ করেন যে, বিভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধকে কেন্দ্র করে স্ব-আরোপিত সেন্সরশিপের কারণে ইতিহাসের একপাক্ষিক উপস্থাপন তরুণ প্রজন্মের বিশ্লেষণী ক্ষমতায় বাধা সৃষ্টি করছে।

 

এই প্রেক্ষাপটে ‘রিফ্রেইমিং বাংলাদেশ’ বিশেষ এই প্রতিযোগিতার আয়োজন করেছে, যা জুলাই বিপ্লবকে কেন্দ্র করে ইতিহাস পুনঃপাঠে আগ্রহী করার উদ্দেশ্যে। সর্বমোট ১২ লাখ ৫ হাজার টাকার পুরস্কারসহ প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজনের বিস্তারিত শিগগিরই রিফ্রেইমিং বাংলাদেশের ফেসবুক পেজে প্রকাশিত হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ