শক্তিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী, যিনি গত সাড়ে চার দশক ধরে বিনোদন জগতে নিজের স্থায়ী আসন ধরে রেখেছেন এবং একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন, এবার ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান পেতে যাচ্ছেন। সোমবার, ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক টুইট বার্তায় এই খবর জানিয়ে লেখেন, “দাদাসাহেব ফালকে বাছাই জুরি কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে।”
আগামী ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ চলচ্চিত্র দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করা মিঠুন এখন পর্যন্ত বাংলা ও হিন্দিসহ ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। টলিউড ও বলিউডের মঞ্চে তার অবদানের জন্য তিনি ইতোমধ্যে তিনটি জাতীয় পুরস্কার পেয়েছেন। ১৯৮৯