দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:৪৯

রাবিতে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে নতুন একটি অভিযোগ কমিটি গঠন করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে একটি নতুন ‘অভিযোগ কমিটি’ গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে রবিবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক দিল আরা হোসেন, এবং সদস্যসচিব হিসেবে আছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক সৈয়দা আফরীনা মামুন। এছাড়াও, কমিটির অন্য সদস্যরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক এ বি এম হামিদুল হক, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রুস্তম উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলাম, অ্যাডভোকেট শিফাত জেরিন তুলি এবং অ্যাডভোকেট সালেহ পারভীন ডলি।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৩তম সভায় ১৭ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি গঠন করা হয় এবং এটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট