দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৯:৫৩

শ্রদ্ধার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

অন্য বলিউড অভিনেত্রীদের থেকে একেবারেই আলাদা শ্রদ্ধা কাপুর। যদিও তাকে খুব বেশি ছবিতে দেখা যায় না, তার ভক্তসংখ্যা তবুও বিপুল। সমাজমাধ্যমে শ্রদ্ধার অনুসরণকারীর সংখ্যা অনেক বলিউড তারকার চেয়ে বেশি। গত মাসে মুক্তি পাওয়া তার ছবি ‘স্ত্রী ২’ এর এক সপ্তাহের মধ্যেই তিনি এক বড় মাইলফলক অর্জন করেন এবং অনুসরণকারীর দিক থেকে তৃতীয় ভারতীয় হিসেবে নিজের জায়গা নিশ্চিত করেন। তিনি এমনকি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও পেছনে ফেলেছেন। শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা সাধারণ, পাশের বাড়ির মেয়ের মতো স্বভাবের জন্যই জনপ্রিয়—এটাই তার বিশেষত্ব।

 

তবে হঠাৎ করেই সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে। সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। সমালোচকরা বলছেন, শ্রদ্ধার এই জনপ্রিয়তা আসলে তার “ভালো মেয়ে”র ভণিতা। অনেকে তাকে “দুর্বল অভিনেত্রী” বলে আখ্যায়িত করছেন। এই সমালোচনার পেছনে রয়েছে সফল ছবি ‘স্ত্রী ২’। নেটিজেনদের দাবি, ছবিতে শ্রদ্ধার চরিত্রে খুব কম কিছু করার ছিল, তবুও ছবির সাফল্যের সব কৃতিত্ব পাচ্ছেন তিনি। তাদের মতে, এটা শ্রদ্ধার জনসংযোগের দক্ষতা।

 

এ বিষয়ে যখন শ্রদ্ধার সহ-অভিনেতা অপারশক্তি খুরানাকে প্রশ্ন করা হয়, তিনি ইঙ্গিত দিয়ে বলেন, “রাস্তায় নেমে যদি দর্শকদের জিজ্ঞাসা করা যায়, তাও কি একই প্রতিক্রিয়া পাওয়া যাবে? আমি জানতে চাই। আমার মনে হয়, এটা জনসংযোগের খেলা।” এক নেটিজেন লিখেছেন, “শ্রদ্ধাকে সবসময় আড়ষ্ট মনে হয়। ‘পাশের বাড়ির মেয়ে’র চেহারায় একজন খারাপ অভিনেত্রী।” আরেকজন মন্তব্য করেন, “তিনি জনসংযোগ ক্ষমতা ব্যবহার করে প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি খানদের চেয়েও বেশি জনপ্রিয়।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট