দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১১:৫৪

সিটিকে টপকে শীর্ষে উঠল লিভারপুল

লিভারপুলের দ্বিতীয় গোলটি আসে মোহাম্মদ সালাহর পা থেকে

ম্যানচেস্টার সিটি টানা দ্বিতীয় ম্যাচে ড্র করায় সুযোগটা নাগালেই ছিল লিভারপুলের। সুযোগটা কাজে লাগাতে ভুল করেনি আর্নে স্লটের দল। উলভারহ্যাম্পটনকে ২–১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে লিভারপুল। মৌসুমের দ্বিতীয় রাউন্ড থেকে এক নম্বরে থাকা সিটি দুইয়ে নামল ষষ্ঠ রাউন্ডে এসে।

প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই হেরে যাওয়া উল্ভসের বিপক্ষে অবশ্য সহজে জেতেনি লিভারপুল। ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে ইবরাহিম কোনাতের গোলে এগিয়ে গিয়েছিল স্লটের দল। তবে বিরতির পর ম্যাচের ৫৬ মিনিটে ম্যাচে সমতা নিয়ে আসে উলভস। লিভারপুল রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে ১–১ স্কোরলাইনের গোলটি করেন রায়ান আইত নুরি।

লিভারপুল অবশ্য ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি। ৫৯ মিনিটে দিয়েগো জোতা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিভারপুল। মোহাম্মদ সালাহ সুযোগ কাজে লাগান গোলকিপারকে ভুল দিকে রেখে ফাঁকা জালে বল ফেলে। ৭৯ মিনিটে তৃতীয় গোলের ভালো সুযোগ তৈরি করেছিলেন কার্টিস জোনস। তবে উলভস গোলকিপার স্যাম জনস্টোনের কারণে সেটি আর সফল হয়নি।

৬ ম্যাচ ৫ জয় ও ১ হারে লিভারপুলের পয়েন্ট ১৫। দ্বিতীয় ও তৃতীয় স্থানে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের পয়েন্ট ১৪ করে। ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট