দ্যা নিউ ভিশন

এপ্রিল ৭, ২০২৫ ০৫:১৬

১১ই অক্টোবর মুক্তি পাচ্ছে ‘শরতের জবা’।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম সিকদার দীর্ঘদিন পর নতুন পরিচয়ে ফিরছেন নির্মাতা হিসেবে। তার পরিচালিত ও অভিনীত প্রথম সিনেমার নাম ‘শরতের জবা’, যা ১১ই অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। গত দুই-আড়াই মাসে দেশের পরিস্থিতির কারণে ছবিটির প্রচারণা ও মুক্তি খানিক পিছিয়ে যায়। কুসুম শনিবার চ্যানেল আইয়ের এক সংবাদ সম্মেলনে ছবির মুক্তির ঘোষণা দেন। ‘শরতের জবা’ তার লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে চিত্রায়িত হয়েছে এবং এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। গল্পটি একজন একাকী নারীর রহস্যময় জীবন নিয়ে, যেখানে অতৃপ্ত প্রেম ও অপ্রত্যাশিত মৃত্যুর মতো থ্রিলার উপাদান রয়েছে। ছবিতে কুসুমের সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, নিদ্রা দে নেহা এবং আরও অনেকে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী