দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:২২

রোনালদো বুট তুলে রাখার বয়সেও গোলমেশিন

গতকাল রাতে বছরের ৩০তম গোল পেয়েছেন রোনালদো

৩৯ পেরিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স এখন ৪০ ছুঁই ছুঁই (৩৯ বছর ৭ মাস ২৩ দিন)। এর অনেক আগেই ফুটবলাররা সাধারণত বুট তুলে রাখেন। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো তেমন নন আর ব্যক্তিক্রম বলেই তো তিনি রোনালদো। এখনো শীর্ষস্তরের ফুটবলে পর্তুগিজ কিংবদন্তি আলোচিত। তবে শুধু আলোচনায় থাকছেন বললেও বোধ হয় সবটা বলা হয় না। ম্যাচের পর ম্যাচে গোলও করে চলেছেন পর্তুগিজ মহাতারকা।

সর্বশেষ গতকাল রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল ওয়াহদার বিপক্ষে ২-০ গোলের জয়ে পেনাল্টি থেকে গোল করেন আল নাসর তারকা রোনালদো। সৌদি প্রো লিগে রোনালদোর গোল এখন ৫ ম্যাচে ৪টি। লিগে এখন পর্যন্ত ৫ ম্যাচের ৪টিতেই গোল পেয়েছেন আল নাসর তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে রোনালদোর গোলসংখ্যা এখন ৭ ম্যাচে ৬টি। গতকাল রাতের গোলে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। পর্তুগিজ এ মহাতারকা এখন ৪টি ভিন্ন ক্লাবের হয়ে ৭০ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন। গোলগুলো তিনি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং আল নাসরের হয়ে।

২০২৪ সাল বিবেচনায় নিলে রোনালদোর পারফরম্যান্স আরও ক্ষুরধার। এ বছর ৩৬ ম্যাচে রোনালদো গোল করেছেন ৩০টি, সঙ্গে আছে ৫ গোলে সহায়তাও। এ বছর রোনালদো সব মিলিয়ে মাঠে ছিলেন ৩১৩৭ মিনিট।

ম্যাচপ্রতি করেছেন ০.৮৩ গোল। আর মিনিট হিসাবে প্রতি ১০৪.৬ মিনিটে একটি করে গোল করেছেন ‘সিআর সেভেন’। যেখানে আছে ৩টি হ্যাটট্রিকও। এ বছর লিওনেল মেসির সঙ্গে তুলনা করলেও এগিয়ে থাকবেন রোনালদো।

চোটজর্জর মেসি এ বছর ২৫ ম্যাচ খেলে গোল করেছেন ১৯টি এবং গোলে সহায়তা ১৪টি। ম্যাচপ্রতি গোলেও রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি (০.৭৬)। মিনিটপ্রতি গোলের হিসাবেও রোনালদোর চেয়ে পিছিয়ে আছেন ইন্টার মায়ামি ফরোয়ার্ড (১০৬.৫ মিনিট)। এ বছর রোনালদোর ৩ হ্যাটট্রিকের বিপরীতে মেসির কোনো হ্যাটট্রিক নেই।

চলতি বছর রোনালদোর করা ৩০ গোলেও বৈচিত্র্যও আছে বেশ। ৫টি গোল তিনি করেছেন পেনাল্টি থেকে। ফ্রি–কিক থেকে করেছেন ৩ গোল। বক্সের বাইরে থেকে ১ গোল করলেও বক্সের ভেতর থেকে করেছেন ২১ গোল। ডান পায়ে ২০ গোল করার পাশাপাশি বাঁ পায়েও করেছেন ৬ গোল। আর বাকি ৪ গোল করেছেন হেডে।

গোল করায় বৈচিত্র্যতা এবং লড়াকু মানসিকতা পড়ন্ত বেলায়ও প্রাসঙ্গিক করে রেখেছে রোনালদোকে। এখনো রোনালদোর পায়ে বল মানে দারুণ কিছুর সম্ভাবনা। এ নৈপুণ্যে রোনালদো আরও কত দিন টেনে নিয়ে নিতে পারেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট