দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১২:৩৭

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন কাকলী জাহান আহ্‌মেদ

কাকলী জাহান আহ্‌মেদ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন কাকলী জাহান আহ্‌মেদ। গত ১৮ আগস্ট তাঁকে এ পদে পদোন্নতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে তিনি পরিচালক পদে কর্মরত ছিলেন।

কাকলী জাহান আহ্‌মেদ ১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। এরপর দীর্ঘ চাকরিজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন, অ্যাগ্রিকালচারাল ক্রেডিট প্রজেক্ট বিভাগ, ক্রেডিট ব্রিজ স্ট্যান্ডবাই ফ্যাসিলিটি বিভাগ, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, আইন বিভাগ, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্যাটেজিক প্ল্যানিং বিভাগ ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে দায়িত্ব পালন করেছেন।

কাজের প্রয়োজনে কাকলী জাহান আহ্‌মেদ দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সভায় অংশগ্রহণ নিয়েছেন। তাঁর জন্মস্থান খুলনায়। তিনি লেখক লুৎফুল হোসেনের স্ত্রী। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে ও ছেলেসন্তানের জননী।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট