দ্যা নিউ ভিশন

এপ্রিল ২০, ২০২৫ ১৪:০২

বড় সাফল্য।

গা ছমছমে রাজমহলে নূপুরের শব্দ শোনা যাচ্ছে। কানে ভেসে আসছে মঞ্জুলিকার বদলার হুমকি। আগেই জানা গিয়েছিল, ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে বিদ্যা বালান ফিরছেন, এবং দর্শকরা টুইস্টের অপেক্ষায় ছিলেন। গতকাল টিজার প্রকাশিত হওয়ার সাথে সাথেই বিদ্যার এমন রূপে সবাই বিস্মিত। ‘রুহ বাবা’ রূপে কার্তিক আরিয়ানও চমৎকার।

 

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ ছবির প্রসঙ্গ উঠলে মঞ্জুলিকা ও বিদ্যা বালানের সেই ভয়ঙ্কর রূপের কথা আসবে। বিদ্যার দুর্দান্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ছবির মূল আকর্ষণ। এছাড়া, কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানির ‘ভুলভুলাইয়া ২’-এও মঞ্জুলিকার গল্প ছিল, সেখানে অভিনয় করেছিলেন টাবু।

 

এবার ‘ভুলভুলাইয়া ৩’-এ বড় চমক দিতে চলেছেন পরিচালক অনীশ বাজমি। নতুন সিক্যুয়েলে বিদ্যার বাজিমাতের ঝলক পাওয়া গেছে টিজারে। গা ছমছমে রাজপ্রাসাদের অন্দরমহলে ঘটছে একের পর এক ভৌতিক কাণ্ড। সেই প্রেক্ষাপটে আবির্ভাব ‘রুহ বাবা’ কার্তিক আরিয়ানের। কাস্টিংয়ে চমকের সাথে গল্পের টুইস্টও রয়েছে, তৃপ্তি দিমরিও রয়েছেন এবং মাধুরী দীক্ষিত অতিথি শিল্পী হিসেবে থাকছেন। চলতি বছর দিওয়ালির সময় প্রেক্ষাগৃহে আসছে ‘ভুলভুলাইয়া ৩’, যা বক্স অফিসে কাঁপন ধরাতে সক্ষম হবে বলেও আভাস মিলেছে টিজারে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী