দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৪:৩১

সমালোচনার প্রেক্ষিতে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি বাতিল করা হয়েছে।

সমালোচনার কারণে বাতিল করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) গঠিত পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ইয়ানুর রহমানের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ১৫ সেপ্টেম্বরের স্মারকে উল্লেখ করা হয়েছে, পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রমের সমন্বয়ের জন্য গঠিত কমিটি বাতিল করা হয়েছে। এর আগে ১৫ সেপ্টেম্বর ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়, যার প্রধান ছিলেন অতিরিক্ত সচিব ড. খ ম কবিরুল ইসলাম। এই কমিটিতে থাকা সদস্যদের নিয়ে আপত্তি জানান আলেমরা, এবং মানববন্ধন ও সমাবেশও অনুষ্ঠিত হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট