দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে, নতুন করে ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে, এবং মোট ভর্তি রোগীর সংখ্যা ২৭,৭০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ১৬৬, ঢাকা বিভাগে ৬৫, ময়মনসিংহে ২২, চট্টগ্রামে ১৯, খুলনায় ১৫, রাজশাহী বিভাগে ২৮, সিলেটে ২৩ এবং বরিশালে ৬ জন রয়েছেন। সেপ্টেম্বর মাসে, আগের মাসগুলোর তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে, এবং এই মাসে ১৪,৮৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬০ জনের মৃত্যু হয়েছে।
ঢাকায় ১,৫২২ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১,৪২০ জন ভর্তি রয়েছেন। এ বছর, ঢাকার বাইরের হাসপাতালে ১৫,৪৮৬ জন এবং ঢাকায় ১২,২১৯ জন ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ঢাকায় ১০২ এবং ঢাকার বাইরের হাসপাতালে ৪১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুর তথ্য সংগ্রহ করে আসছে, এবং ২০২৩ সালে সর্বাধিক ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা ইতিহাসের সর্বোচ্চ।