তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাব (টিসিপিসি) এর ২০২৪/২৫ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের নাহিদ মাজহার এবং সাধারণ সম্পাদক হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সানজিদা ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি তানভীর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাওহিদ ইরাম, সাংগঠনিক সম্পাদক বিজয় কৃষ্ণ পাল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহিন শাওন।
এছাড়াও, দপ্তর সম্পাদক হিসেবে আছেন আবির আদর, যুগ্ম দপ্তর সম্পাদক কাউসার হোসেন, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম প্রচার সম্পাদক রাইমা সরকার রিমি, কর্মশালা ও প্রদর্শনী বিষয়ক সম্পাদক দীপ্ত হাসান, অর্থ সম্পাদক আবু তাহের রিদওয়ান, তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ তাহসিন, যুগ্ম তথ্য প্রযুক্তি সম্পাদক সাজ্জাদুল ইসলাম সাজিদ, ক্লাব ডেভেলপমেন্ট ম্যানেজার শাওন কুন্ডু জিতু এবং শাওন জামান। ইভেন্ট সেক্রেটারি হিসেবে আছেন সুমাইয়া ইসলাম ইভা ও আশরাফুজ্জামান আনন্দ।
নবগঠিত কমিটির সভাপতি নাহিদ মাজহার বলেন, “আমাকে প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবকে ধন্যবাদ। গত কমিটি অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছে এবং আমি চাই আমাদের এই সুনাম আরও ছড়িয়ে পড়ুক। নিয়মিত ফটো ওয়াক, ফটো আলোচনা ও কর্মশালার মাধ্যমে নতুনদের ফটোগ্রাফি শিখতে সহায়তা করবো এবং আমাদের ক্যাম্পাসের পরিচিতি বাড়াবো।”
সাধারণ সম্পাদক সানজিদা ইসলাম জানান, “আমাদের তিতুমীর কলেজ ক্যাম্পাসে আলোকচিত্রী হতে আগ্রহী অনেকেই আছেন, তাদের নিয়েই কাজ করতে চাই যাতে তারা দক্ষ আলোকচিত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।”
ফটোগ্রাফির মাধ্যমে কলেজের নাম চারিদিকে ছড়িয়ে দেয়ার এবং শিক্ষার্থীদের ফটোগ্রাফিক সম্ভাবনা উন্নয়নের উদ্দেশ্যে ‘আলোকরশ্মিতে এক ঝাঁক তিতুমীর’ স্লোগান নিয়ে যাত্রা করেছে তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাব (টিসিপিসি)।