দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৬:৩৭

জাতীয় বিশ্ববিদ্যালয়: অ্যাডভান্সড স্টাডিজ এবং অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামে ভর্তি চলছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য নন-থিসিস/থিসিস ভিত্তিক মাস্টার অব অ্যাডভান্সড স্টাডিজ (MAS) এবং অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া চলছে। প্রোগ্রামের নাম ও বিষয়গুলো হলো:

 

**MAS:**

– **গ্রুপ আর্টস:** বাংলা, ইতিহাস

– **সোশ্যাল সায়েন্স:** সমাজবিজ্ঞান, অর্থনীতি, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স

– **ন্যাচারাল সায়েন্স:** রসায়ন, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স

– **লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স:** প্রাণিবিজ্ঞান

 

**অ্যাডভান্সড এমবিএ:**

– **বিজনেস স্টাডিজ:** অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট

 

**ভর্তির যোগ্যতা:**

নন-থিসিস/থিসিস ভিত্তিক MAS ও অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামে ভর্তি হতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি কর্তৃক অনুমোদিত বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। তবে ৩ বছর মেয়াদি অনার্সসহ মাস্টার ডিগ্রিধারী কলেজ শিক্ষকেরা নন-থিসিস/থিসিস ভিত্তিক MAS ও অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। শিক্ষাজীবনে এসএসসি থেকে স্নাতক (সম্মান) ডিগ্রি পর্যন্ত অন্তত একটি প্রথম বিভাগ/শ্রেণি বা ন্যূনতম সিজিপিএ ৩ থাকতে হবে এবং অপর দুটিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি বা ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে। ৩ বছর মেয়াদি অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের ক্ষেত্রে এসএসসি থেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত একটি প্রথম বিভাগ/শ্রেণি বা ন্যূনতম সিজিপিএ ৩ থাকলে তাঁরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

 

**অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ তারিখ:** ২ নভেম্বর। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: [www.nu.ac.bd](http://www.nu.ac.bd)

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট