দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৫:২৯

জিম আফ্রো টি-১০ লিগে কেমন করছেন বাংলাদেশের এনামুল ও সাব্বির

এনামুল হক (বাঁয়ে) ও সাব্বির রহমান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলা থাকলে দেশের ক্রিকেটপ্রেমীরা স্বাভাবিকভাবেই তাদের নিয়েই ব্যস্ত থাকেন। তাই জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা কোথায় কী করছেন, খুব কম ক্রিকেটপ্রেমীই খোঁজ রাখেন।

এখনকার পরিস্থিতি অনেকটা সে রকম। বাংলাদেশ দল গেছে ভারত সফরে। নাজমুল–মুশফিক–মিরাজরা চেন্নাইয়ে প্রথম টেস্ট বিশাল ব্যবধানে হারের পর আগামীকাল কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবেন।

ওদিকে জাতীয় দলের বাইরে থাকা দুই ক্রিকেটার এনামুল হক ও সাব্বির রহমান জিম আফ্রো টি–১০ খেলতে গেছেন জিম্বাবুয়েতে। সেই টুর্নামেন্টে এনামুল–সাব্বিরের দল এরই মধ্যে ৫টি করে ম্যাচ খেলে ফেলেছে। তবে ব্যাট হাতে তাঁদের পারফরম্যান্স তেমন আশাব্যঞ্জক নয়।

বুলাওয়ে ব্রেভ জাগুয়ার্সের হয়ে এনামুল সর্বশেষ ২ ম্যাচে তবু কিছু রান পেয়েছেন, হারারে বোল্টসের হয়ে দুবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দুবারই ব্যর্থ সাব্বির তো দল থেকেই বাদ পড়েছেন।

এ বছরের মার্চে বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলা এনামুল জিম আফ্রো টি–১০ লিগে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩৫ বল খেলে করেছেন ৫৬ রান, স্ট্রাইক রেট ১৬০। একই টুর্নামেন্টে সাব্বির ২ ম্যাচে ৫ বল খেলে করতে পেরেছেন মাত্র ৩ রান, স্ট্রাইক রেট ৬০। সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে জাতীয় দলে খেলা এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে দুর্ভাগাও বলা যায়। দুটি ম্যাচেই তিনি রানআউট হয়েছেন।

বুলাওয়ের হয়ে এনামুল প্রথম ২ ম্যাচেই ব্যর্থ। এনওয়াইএস লাগোসের বিপক্ষে ২ বলে ১ রান করার পর কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষে করেন ৪ বলে ৪। ফলে ডারবান উলভসের বিপক্ষে তাঁকে ওপেন থেকে সরিয়ে মিডল অর্ডারে খেলানো হয়। সেই ম্যাচেও ভালো করতে পারেননি, ৭ বলে করেন ৫ রান। তবে সাব্বিরের হারারের বিপক্ষে তিনে নেমে ৬ বলে ২২ রানের ‘ক্যামিও’ উপহার দেন এনামুল।

সেই ইনিংসের সুবাদে গত রাতের ম্যাচে এনামুলকে আবারও ওপেনিংয়ে ফেরানো হয়। বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি জোবার্গ বাংলা টাইগার্সের বিপক্ষে কাল অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনিংস শুরু করতে নামেন এনামুল। ওয়ার্নার প্রথম ওভারে আউট হলেও বাংলাদেশের এই উইকেটকিপার–ব্যাটসম্যান করেন ১৬ বলে ২৪ রান।

হারারের সাব্বিরের ব্যাটিং–দৈন্যের কথা তো আগেই বলা হলো। কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষে প্রথম ম্যাচে ২ বলে ১ রান করে হন রানআউট। ডারবান উলভসের বিপক্ষে পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। জোবার্গের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ৩ বলে ২ রান করে আবার রানআউট! এরপর বুলাওয়ে ও লাগোসের বিপক্ষে একাদশে জায়গা হয়নি তাঁর।

তবে টুর্নামেন্টে ব্যক্তিগত অর্জনে সাব্বিবের চেয়ে এনামুল এগিয়ে থাকলেও দলীয় লড়াইয়ে পিছিয়ে আছেন। সাব্বিরের হারারে ৫ ম্যাচের ৪টিতে জিতে সবার আগে প্লে–অফ পর্ব নিশ্চিত করে ফেলেছে।

এনামুলের বুলাওয়ে ৫ ম্যাচের ৪টিতে হেরে বিদায়ের দ্বারপ্রান্তে। ৬ দলের এই টুর্নামেন্টের লিগ পর্বে প্রতিটি দল ৭টি করে ম্যাচ খেলবে। প্লে–অফে খেলতে হলে এনামুলের বুলাওয়ের শেষ দুটি ম্যাচ শুধু বড় ব্যবধানে জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর সমীকরণের দিকেও।

পারফরম্যান্স যেমনই হোক, জিম্বাবুয়েতে এনামুলের সময় যে দারুণ কাটছে, সেটা তাঁর ফেসবুক টাইমলাইনে গেলেই বোঝা যায়। পরশু রাতে বুলাওয়ে সতীর্থদের সঙ্গে একটি রিলস ভিডিও বানিয়েছেন এনামুল।

জিম আফ্রো টি–১০ লিগে রিশাদ হোসেনেরও খেলার কথা ছিল। বাংলাদেশের এই লেগ স্পিনারকে ড্রাফটের আগেই দলে ভিড়িয়েছিল হারারে বোল্টস। কিন্তু সামনে ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ থাকায় জিম্বাবুয়েতে যাননি রিশাদ।

জিম আফ্রো টি–১০ লিগের প্রথম আসর বসেছিল গত বছর। সেবার বাংলাদেশ থেকে খেলেছিলেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। তাঁরা দুজনই বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে কানপুরে আছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট