দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:৪৬

বিভক্তি আর চলতে দেওয়া যায় না: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মতবিনিময় সভায় বক্তব্য দেন। ঢাকা, ২৬ সেপ্টেম্বর।

‘বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না। বিভক্ত জাতির জন্য অপমান ও লাঞ্ছনা অনিবার্য’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, সে ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরেই তাঁদের ওপর অপমান ও লাঞ্ছনা চলেছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কাফরুলে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত বৃহত্তর কাফরুল অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন।

সবাইকে বিভক্তির অতীত বৃত্ত থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘এই বিভক্তি আর চলতে দেওয়া যায় না; বরং তা পাল্টানোর সময় এসে গেছে।’ তিনি বলেন, ‘দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত-নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। আমরা মানুষকে মানুষের মর্যাদা দিতে চাই। আমরা দল ও ধর্মের ব্যবধান না করে মানুষকে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ। জামায়াতে ইসলামীর প্রধান বিষয় হচ্ছে মানবতা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠা।’

জামায়াতের রাজনীতির আদর্শ ও মূলমন্ত্র গণমানুষের কল্যাণ—এমন মন্তব্য করে শফিকুর রহমান বলেন, ‘এ লক্ষ্যে জামায়াতের নেতা-কর্মীরা সব সময় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য আমরা সব সময় আপসহীন রয়েছি।’

জামায়াতের আমির আরও বলেন, আল্লাহ তাআলা মানুষের কর্মের প্রকৃত মালিক। আর মানুষের কর্তব্য হচ্ছে কর্মের মাধ্যমে নিজের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করা। তিনি ৫ আগস্টের বিজয়কে অর্থবহ করতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তরের নায়েবে আমির আবদুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লস্কর মুহাম্মদ তাসলিম ও মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ফখরুদ্দিন মানিক। সভায় ঢাকা মহানগরীর উত্তরের কর্মপরিষদ সদস্য মো. শহিদুল্লাহ, শাহ আলম, মজলিসে শুরা সদস্য আনোয়ারুল করিম, আবদুল মতিন উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট