দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৩৬

আইইউবিএটি’র ফল সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের জন্য পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) নিজস্ব ক্যাম্পাসে ২০২৪ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আইইউবিএটির সবুজ ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা যোগ দেন।

 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জন্য আইইউবিএটির মিশন, ভিশন, একাডেমিক নিয়ম, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, সোসাইটি অ্যাক্টিভিটি, পরিবহন ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধার ওপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়।

 

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডীন অধ্যাপক ড. মোজাফ্‌ফর আলম চৌধুরী, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব তার বক্তব্যে বলেন, “সময়ের পরিবর্তনের সঙ্গে আইইউবিএটি নিজেদের সেরা প্রমাণ করে এসেছে। দেশের সেরা মেধাবীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার আপ্রাণ চেষ্টা করে আইইউবিএটি। আমি আশা করি তোমরা এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাবে।” তিনি নবীন শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং তাদের সুখী-সমৃদ্ধ বাংলাদেশের রূপায়ণে নিবেদিত হওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সকল বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, কো-অর্ডিনেটর, শিক্ষক, অ্যালামনাই, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিচিতি পর্ব শেষে নবীন শিক্ষার্থীদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়।

 

এছাড়া, সম্প্রতি ছয়টি অনুষদের অধীনে দশটি স্নাতক ও চারটি সম্মান কোর্সে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট