দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৫২

বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা সংশোধনের জন্য আজ সভা অনুষ্ঠিত হবে।

দেশের সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা সংশোধনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় সভা ডেকেছে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব শেখ আবদুর রশীদ সভাপতিত্ব করবেন।

 

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক এবং রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষসহ ১৫ জন অংশ নেবেন। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নোটিশ থেকে এসব তথ্য জানা গেছে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশে উল্লেখ করা হয়েছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা সংশোধনের লক্ষ্যে আজ বেলা সাড়ে তিনটায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হবে। সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

 

এ সভায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ এবং সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষরাও উপস্থিত থাকবেন।

 

গত কয়েক বছর ধরে দেশের সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি লটারির মাধ্যমে করা হয়ে আসছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট