দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৪৫

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি হবে নাকি পরীক্ষা, তা বিকেলে জানানো হবে।

দেশের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি লটারি হবে নাকি পরীক্ষা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে শিক্ষা মন্ত্রণালয় একটি সভা ডেকেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ।

 

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানরা অংশ নেবেন।

 

গত কয়েক বছর ধরে সরকার লটারি পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে আসছে। তবে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে এবারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের পক্ষ থেকে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষার্থী ভর্তি করার দাবি উঠেছে।

 

এই দাবিগুলো পর্যালোচনা করে ভর্তি নীতিমালা সংশোধনের জন্য বৃহস্পতিবার বিকেলে সভা ডাকা হয়েছে। সভায় চূড়ান্তভাবে সিদ্ধান্ত হবে স্কুলে ভর্তির প্রক্রিয়ায় লটারি থাকবে নাকি পরীক্ষা নেওয়া হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট